ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলায় ১৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
সিরিয়ায় বিমান হামলায় ১৫ জন নিহত

সিরিয়ার ইদলিব প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে এক বিমান হামলায় ১৫ জন নিহত হয়েছেন। দেশটির বেসামরিক ও নাগরিক প্রতিরক্ষা দল বিষয়টি জানিয়েছেন।

বৃহস্পতিবার (০৫ মার্চ) রাতে ইদলিব শহরের কেন্দ্রের উত্তরে মারেট মিসরিন শহরের আশপাশে এবং একটি পোল্ট্রি ফার্মকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল। ধারণা করা হচ্ছে যেখানে বেশ কিছু গৃহহীন সিরিয়ান আশ্রয় নিয়েছিল।


 
আবেদাল রাজ্জাক নামে হাসপাতালের এক কর্মী জানিয়েছেন রাত আনুমানিক আড়াইটার দিকে রাশিয়ার একটি যুদ্ধ বিমান মারেট মিসরিন এবং বাতিন্তেহ গ্রামের মাঝামাঝি একটি রাস্তা লক্ষ্য করে হামলা চালিয়েছিল। প্রথমবার হামলার পর কিছু নাগরিক এক জায়গায় জড়ো হওয়ার পর রাশিয়ার যুদ্ধ বিমানটি দ্বিতীয়বার হামলা করে।
 
বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, মার্চ, ০৬, ২০২০
আরএআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।