রোববার (২২ মার্চ) স্থানীয় সময় সকাল ৬টার দিকে আঘাত হানে ৫.৩ মাত্রার এই ভূমিকম্প। এতে এখন পর্যন্ত কোনো মৃতের সংবাদ না আসলেও ধসে যাওয়া ছাদের ধ্বংসস্তূপ চাপায় গুরুতর আহত হয়েছেন এক কিশোর।
বিগত ১৪০ বছরের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে শক্তিশালী কোনো ভূমিকম্পের আঘাত। আর এই আঘাতে শহরজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভবন থেকে খসে পড়া ধ্বংসস্তূপ। সেসব ধ্বংসস্তূপে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু প্রাইভেট কার।
এদিকে ভূমিকম্পের সময় অনেক মানুষ সড়কে নেমে আসে। কিছু সময় শহরবাসিকে ঘরের বাইরে থাকার অনুমতিও দেয় কর্তৃপক্ষ। তবে করোনা প্রতিরোধে সতর্কতার অংশ হিসেবে দ্রুতই তাদের ঘরে ফিরে যেতে বলা হয়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ড্যাভর বোজনভিক দেশবাসির উদ্দেশ্যে বলেন, আপনারা নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখুন। জন সমাগম করবেন না। আমরা দুইটি গুরুতর বিপদের সম্মুখীন হচ্ছি; ভূমিকম্প এবং (করোনা) মহামারী।
দেশটিতে প্রায় দুই শতাধিক মানুষ এই মুহুর্তে করোনা আক্রান্ত।
বাংলাদেশ সময়: ০৭০৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
এসএইচ এস/ওএফবি