বুধবার (২৫ মার্চ) আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানায় আফগান ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাবুলের পুরনো শহরের শোর বাজারে অবস্থিত এ গুরুদুয়ারায় একাকি এক বন্দুকধারী হামলা করে ২৫ জনকে হত্যা করে।
এর আগে স্থানীয় সময় সকাল ৭টা ৪৫মিনিটে হামলা শুরু হওয়ার কথা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান।
হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক টুইটবার্তায় জানিয়েছিলেন, তালেবান এ হামলার সঙ্গে সম্পৃক্ত নয়।
প্রাথমিকভাবে হামলার দায়িত্ব কেউ স্বীকার না করলেও আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএস হামলার দাবি করে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এবি