ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার রাশিয়ায় করোনা শনাক্ত ৫ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুন ১১, ২০২০
এবার রাশিয়ায় করোনা শনাক্ত ৫ লাখ ছাড়ালো

দেশে দেশে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যায় নতুন নতুন রেকর্ড ছিনিয়ে নিতে যেন নির্মম এক প্রতিযোগিতায় নেমেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এরই মাঝে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়ায় করোনা শনাক্ত ৫ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্বের মধ্যে তৃতীয় কোনো দেশ হিসেবে করোনা শনাক্তে ৫ লাখের ঘর টপকে গেলো রাশিয়া। 

বৃহস্পতিবার (১১ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

খবরে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে আরও ৮ হাজার ৭৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্য দিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ২ হাজার ৭৩৬ জনে দাঁড়ালো। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৫৩২ জন। এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ১৭৪ জনের।  

মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স জানায়, যুক্তরাষ্ট্র, ব্রাজিলের পর করোনা শনাক্তের দিক দিয়ে তৃতীয় শীর্ষ অবস্থানে রাশিয়া। কিন্তু এ দুই দেশসহ অন্য অনেক দেশের তুলনায় এখানে মৃত্যুহার কম।  

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ১১ জুন, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।