ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোতে ২ লাখ শনাক্তের বিপরীতে মৃত্যু ২৫ হাজারেরও বেশি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুন ২৬, ২০২০
মেক্সিকোতে ২ লাখ শনাক্তের বিপরীতে মৃত্যু ২৫ হাজারেরও বেশি

করোনায় সরকারি হিসেবে মেক্সিকোতে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ লাখের কিছু বেশি। 

শুক্রবার (২৬ জুন) মেক্সিকো সরকারের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।  

মেক্সিকোর স্বাস্থ্য বিভাগ জানায়, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৭৩৬ জনের মৃত্যু হয়েছে।

সরকারি হিসেবে করোনায় সর্বমোট মৃত্যু ২৫ হাজার ৬০। অন্যদিকে শেষ একদিনে মেক্সিকোতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ১০৪ জনের। এ নিয়ে সেখানে মোট করোনা শনাক্ত বেড়ে দাঁড়ালো ২ লাখ ২ হাজার ৯৫১।  

এদিকে এরই মাঝে দেশটির অর্থমন্ত্রী আরতুরো হেরেরা করোনা পজিটিভ হয়েছেন। তার উপসর্গ তেমন গুরুতর নয়। এ অবস্থায় আইসোলেশনে গিয়ে বাসা থেকেই কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।  

মেক্সিকোতে প্রথম করোনা শনাক্ত হয় ২৮ ফেব্রুয়ারি। মার্চের শেষের দিকে দেশটি লকডাউনের দিকে যায়। লকডাউনে বিলম্ব করা ও দ্রুত তা তুলে নেওয়ার জন্য মেক্সিকোর সমাজতন্ত্রী প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ ওব্রাদার সমালোচিত হচ্ছেন।  

করোনার ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর মাঝেই চলতি মাসের শুরুর দিকে ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় খুলে দেয় মেক্সিকো সরকার।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুন ২৬, ২০২০ 
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।