ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে শেষদিনে সর্বোচ্চ শনাক্ত, মোট সংখ্যা ৫ লাখ ছুঁই ছুঁই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জুন ২৬, ২০২০
ভারতে শেষদিনে সর্বোচ্চ শনাক্ত, মোট সংখ্যা ৫ লাখ ছুঁই ছুঁই

লকডাউন শিথিলের পর ভারতে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। দেশটিতে শেষ ২৪ ঘণ্টায় এ যাবৎকালের সর্বোচ্চ ১৭ হাজার ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। 

শুক্রবার (২৬ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।  

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সরকারি হিসেবে শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনায় নতুন করে ৪০৭ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে সেখানে করোনায় মোট মৃত্যু দাঁড়ালো ১৫ হাজার ৩০১ জনে।  

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, শেষ ১৭ হাজার ২৯৬ শনাক্ত নিয়ে সেখানে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৯০ হাজার ৪০১ জনে।  

এদিকে সংক্রমণ বেড়ে চলায় ৩০ জুন থেকে পুনরায় নিয়মিত রেল যোগাযোগ চালুর কথা থাকলেও আগামী ১২ আগস্টের আগ পর্যন্ত তা পুরোপুরি চালু করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জুন ২৬, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।