ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বজ্রপাতে গুজরাটে ৭, বিহারে ১১ জনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, জুলাই ১, ২০২০
বজ্রপাতে গুজরাটে ৭, বিহারে ১১ জনের মৃত্যু

গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে বজ্রপাতে কমপক্ষে সাত ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আর বিহারে মারা গেছেন আরও অন্তত ১১ জন।

মঙ্গলবার (৩০ জুন) রাজ্য দু’টিতে এ ঘটনা ঘটে। এবার বিহারে বজ্রপাতে মৃত্যুর হার বেশি।

গত কয়েকদিনে রাজ্যটিতে অন্তত ১০৩ জন বজ্রপাতে মারা গেছেন।

ভারতের গণমাধ্যম জানিয়েছে, সৌরাষ্ট্র অঞ্চলের রাজকোট, জামনগর, গির সোমনাথ, জুনাগড় ও ভাওয়ানগর জেলা সর্বাধিক ক্ষতিগ্রস্ত। অন্যদিকে বিহারে সরণ, পাটনা, নওদা, লখিসারাই ও জামুইয়ের বেশিরভাগ অংশে বজ্রসহ ভারী বর্ষণ হয়েছে।

দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার দুপুরে জামনগরের কালভাদে মাত্র দুই ঘণ্টার মধ্যে সর্বোচ্চ ৭৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গির সোমনাথ জেলার ভেরওয়াল ও জামনগর জেলার ধ্রোলে বিকেল ৪টা পর্যন্ত ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বিহারে নিহতদের মধ্যে- সরণে পাঁচজন, পাটনা ও নবাড়ায় দু’জন করে চারজন, লখিসারাই ও জামুইতে একজন করে দু’জন বলে জানা গেছে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে প্রাণ হারানো ১১ জনের পরিবার প্রতি চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

গত কয়েকদিনে বিহারে ১০৩ জন মারা গেছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও বজ্রপাতে রাজ্যজুড়ে বিভিন্ন সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে, যে ২ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
ইইউডি/ডিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।