ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের জিনজিয়াংকে পূর্ব তুর্কমেনিস্তান নামকরণের দাবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
চীনের জিনজিয়াংকে পূর্ব তুর্কমেনিস্তান নামকরণের দাবি চীনে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে টোকিওতে বিক্ষোভ

চীনে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে টোকিওতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উইগুর মুসলিম ও তিব্বতি সংখ্যালঘু সম্প্রদায়।

প্রতিবাদ কর্মসূচিতে চীনের জিনজিয়াং অঞ্চলের উইগুর সম্প্রদায়ের বিক্ষোভকারীরা অঞ্চলটিকে পূর্ব তুর্কমেনিস্তান নামকরণের দাবি জানান।

প্রতিবাদকারীরা বলেন, সংখ্যালঘু ক্যাম্পগুলোতে উইগুর মুসলিমদের নির্যাতন ও জোরপূর্বক শ্রম দিতে বাধ্য করছে চীন।

গত ১২ জুলাই অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে ব্যানার-ফেস্টুনে নিয়ে টোকিও রাস্তায় নেমে চীনের রাষ্ট্রীয় দমন-পীড়নের প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। কেউ কেউ চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের ব্যাঙ্গাত্মক ছবিও প্রদর্শন করেন।

বিক্ষোভকারীরা চীনের উপনিবেশ থেকে উইগুর ও তিব্বতি সংখ্যালঘু সম্পদ্রায় এবং হংকংয়ের স্বাধীনতার দাবিও জানান।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন টোকিওতে অবস্থানকারী হংকংয়ের প্রবাসীরা। গত ৩০ জুন চীনের নতুন জাতীয় সুরক্ষা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। চীনে পাস হওয়া নতুন এই নিরাপত্তা আইনে কর্তৃপক্ষকে অবমাননা ও জাতীয় নিরাপত্তা বিপন্নকারীর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

চীনের এই আইনকে আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।