ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়াল 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়াল  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে জনস হপকিন্স ইউনিভার্সিটির করোনা ভাইরাস রিসোর্স সেন্টার।  

বৃহস্পতিবার (২৩ জুলাই) আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়ানোর মাত্র ১৫ দিন আগে এ সংখ্যা ছিল ৩০ লাখ।

জনস হপকিন্সের তথ্যের ওপর ভিত্তি করে সরকারি হিসেব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪০ লাখ ২১ হাজার ৫৩ জন। এর মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৪৩ হাজার ৯৬৭ জনের মৃত্যু হয়েছে।  

গত বুধবার একদিনে প্রায় ৫৯৬০০ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়।

বাংলাদেশ সময়: ০৬৩১ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।