ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগান কারাগারে হামলায় নিহত ২৯, আইএসের দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০২০
আফগান কারাগারে হামলায় নিহত ২৯, আইএসের দায় স্বীকার

ঢাকা: আফগানিস্তানের নানগারহার প্রদেশের জালালাবাদের কারাগারে জঙ্গি হামলায় ২৯ জন নিহত হয়েছেন। এ হামলার সময় কারাগার থেকে এক হাজার বন্দি পালানোর চেষ্টা করেছিলেন।

 

বিবিসি সূত্র জানা যায়, আফগান নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে রোববার (২ আগস্ট) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন কারাবন্দি, বেসামরিক নাগরিক, কারারক্ষী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া বেশ কয়েকজন বন্দি বর্তমানে নিখোঁজ রয়েছেন। এরইমধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় নানগারগার প্রদেশের রাজধানী জালালাবাদের কারা প্রাঙ্গণে গাড়ি বোমা হামলায় এক আত্মঘাতীতে প্রাণহানি ঘটেছে। আত্মঘাতী হামলার পরপরই নিরাপত্তা প্রহরীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে অপেক্ষমাণ বেশ কয়েকজন জঙ্গি। পরে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ সুযোগে এক হাজার মতো বন্দি কারাগার থেকে পালানোর চেষ্টা করেছিলেন।  

হামলার সময় কারাগার এক হাজার ৭৯৩ জন্য বন্দি ছিলেন। এদের মধ্যে বেশ কয়েকজন তালেবান ও আইএস যোদ্ধা ছিলেন (সূত্র- এএফপি)
 
নানগারহার পুলিশের মুখপাত্র তারেক আজিজ বলেছেন, প্রায় ১০০ কারাবন্দি পালাতে চেয়েছিল। তাদের বেশিরভাগকেই আটকাতে পেরেছে নিরাপত্তা বাহিনী।

কারাগারটিতে প্রায় দেড় হাজার বন্দি রয়েছে। এরমধ্যে আইএস’র কয়েকশ’ বন্দি ছিল। নানগারহার প্রদেশে আইএস’র তৎপরতা আগের চেয়ে বেড়েছে। সূত্র- পার্সটুডে

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।