ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘পাকিস্তান ৫টি বড় মিথ্যা বলেছে’, জাতিসংঘে বলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
‘পাকিস্তান ৫টি বড় মিথ্যা বলেছে’, জাতিসংঘে বলল ভারত জাতিসংঘের সদরদপ্তর, ছবি: সংগৃহীত

জাতিসংঘে পাকিস্তানের পাঁচটি ‘বড় মিথ্যা মন্তব্য’ তুলে ধরেছে ভারত। সন্ত্রাস-কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের রাষ্ট্রদূতের করা সেই ‘মিথ্যাগুলো’ ধরিয়ে দিয়েছে জাতিসংঘের ভারতের স্থায়ী মিশন।

এর আগে বিবৃতি জারি করে ভারতের বিরুদ্ধে একাধিক মিথ্যা মন্তব্য করেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আকরাম। এ পরিপ্রেক্ষিতে ভারত বলছে, মিথ্যা বলে আন্তর্জাতিক মহলে সহানুভূতি পাওয়ার চেষ্টা করেছে পাকিস্তান।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যে দেশগুলো নিরাপত্তা পরিষদের সদস্য নয়, সোমবার (২৪ আগস্ট) তাদের কোনো অধিবেশন হয়নি। ফলে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি ঠিক কোথায় সেই মন্তব্য করেছেন, তা আমরা বুঝতে ব্যর্থ হয়েছি। ’

পাকিস্তান বলেছে, ‘দশকের পর দশক ধরে আমরা সীমান্ত সন্ত্রাসের শিকার। ’ ভারতের স্থায়ী মিশন বলছে, ‘পাকিস্তানেই জাতিসংঘের নথিভুক্ত জঙ্গির সংখ্যা সবচেয়ে বেশি। জাতিংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেক জঙ্গি ও জঙ্গি সংগঠন বহাল তবিয়তে পাকিস্তানে কাজ চালিয়ে যাচ্ছে। ’

ভারত বলছে, ‘পাকিস্তান বলেছে, তারা নিজেদের এলাকা থেকে আল-কায়দাকে নির্মূল করে দিয়েছে! পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি হয়তো অবহিত নন যে, তাদের দেশেই বিনা বাধায় লুকিয়ে ছিলেন ওসামা বিন লাদেন। তাকে পাকিস্তানের মধ্যে খুঁজে পেয়েছিল মার্কিন বাহিনী। ’

‘পাকিস্তানকে ধাক্কা দিতে ভারত না-কি সন্ত্রাসবাদীদের ভাড়া করে। এই দাবি অযৌক্তিক। ’

পাকিস্তান বলেছে, ‘জাতিসংঘের এক হাজার ২৬৭ নিষিদ্ধ তালিকায় ভারতীয়রা আছেন। ’ আর ভারতের স্থায়ী মিশন বলছে, ‘সেই তালিকা তো জনসমক্ষেই আছে এবং সারাবিশ্বই দেখতে পাবে যে, তালিকায় কোনো ভারতীয়র নাম নেই। ’

ভারতের স্থায়ী মিশন বলেছে, ‘ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হাস্যকর মূল্যায়ন করেছে পাকিস্তান। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে ভারতের সার্বভৌম পদক্ষেপ নিয়েও মিথ্যা অভিযোগ করা হচ্ছে। যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে মানুষের কল্যাণে। ’

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।