ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এ বছর জম্মু ও কাশ্মীরে অভিযানে ১৫৬ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২০
এ বছর জম্মু ও কাশ্মীরে অভিযানে ১৫৬ সন্ত্রাসী নিহত সংগৃহীত ছবি

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের পান্থ চৌকে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে স্থানীয় লস্কর-ই-তৈয়বার (এলইটি) তিন সদস্য নিহত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জম্মু ও কাশ্মীর পুলিশের অভিযানে ১৫৬ সন্ত্রাসীর মৃত্যু হলো।

গত বছর জম্মু ও কাশ্মীর পুলিশের অভিযানে নিহত সন্ত্রাসীর সংখ্যা ছিল ১৫২ জন। চলতি বছর সেই সংখ্যা ছাড়িয়ে গেছে বলে জানান নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা।

গত রোববার শ্রীনগরের পান্থ চৌকে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন সন্ত্রাসী নিহত হন। অভিযানে সন্ত্রাসীদের গুলিতে একজন পুলিশ সদস্যও প্রাণ হারান।

অঞ্চলটি অবরোধ করে পুলিশ ও সিআরপিএফ-এর সদস্যরা যৌথ এই অভিযান পরিচালনা করেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।