ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ছাড়ালো যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ছাড়ালো যুক্তরাষ্ট্রে .

করোনা ভাইরাসের ভয়াল থাবায় দুনিয়াব্যাপী বেড়েই চলেছে লাশের পাহাড়। এবার মরণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়ালো যুক্তরাষ্ট্রে।

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) এ তথ্য নিশ্চিত করেছে।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ৬.৮ মিলিয়নেরও বেশি লোক করোনা আক্রান্ত হয়েছেন, যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।  

নর্থ ডাকোটা এবং উটাহ অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ার পর যুক্তরাষ্ট্র মৃত্যুর এই মাইলফলক স্পর্শ করেছে।  

মার্চে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, যদি মৃত্যের সংখ্যা ১ লাখ থেকে ২ লাখের মধ্যে থাকে তবে দেশ ‘ভাল অবস্থানে’ আছে। গত মাসে, করোনায় ১৫ জনের মৃত্যু হওয়ার খবর শুনে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, দুইদিনের মধ্যে মৃতের সংখ্যা শূন্যের কৌটায় নেমে আসার।  

তবে ট্রাম্পের কথা ভুল প্রমাণিত করে মৃতের সংখ্যা বেড়েই চলেছে।  জেএইচইউ জানায়, মঙ্গলবার পযর্ন্ত করোনায় ২০০,০০৫ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

গত বছর চীন থেকে করোনা ভাইরাস ছড়ানোর পর থেকে যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিকভাবে মৃত ও আক্রান্তের তথ্য সংগ্রহ করছে বিশ্ববিদ্যালয়টি। যুক্তরাষ্ট্রে প্রথম করোনা আক্রান্ত রোগী পাওয়া যায় জানুয়ারিতে।  

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।