ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আমি জিতলে প্রথম টেলিফোন আসবে ইরান থেকে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
আমি জিতলে প্রথম টেলিফোন আসবে ইরান থেকে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে তার কাছে প্রথম যে বিদেশি টেলিফোন কল যাবে তা ইরানের।

স্থানীয় সময় বুধবার নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের গ্যাস্টোনিয়া শহরে সমর্থকদের উদ্দেশে তিনি এ দাবি করেন।

 

এর আগেও তিনি নেভাডা অঙ্গরাজ্যের এক নির্বাচনি জনসভায় প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের ইরান নীতির সমালোচনা করেন এবং একই ধরনের বক্তব্য দেন।  

ট্রাম্প বলেন, এতদিন ধরে ইরানের সঙ্গে আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করে এসেছি, কিন্তু সাড়া মেলেনি। এবার ইরান নিজ থেকেই আলোচনায় বসতে চাইবে।

ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে ট্রাম্প ও তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বহুবার ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু পরমাণু সমঝোতায় ফিরে এসে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো বৈঠক হবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় ইরান।  

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।