ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রিস-তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
গ্রিস-তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৪

গ্রিস ও তুরস্কে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপকূলে আছড়ে পড়েছে ঢেউ।

বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। এটাকে ছোট আকারের সুনামি হিসেবেই বর্ণনা করা হচ্ছে।  

শুক্রবার (৩০ অক্টোবর) এজিয়ান সাগরের উপকূলে তুরস্কের ইজমির প্রদেশ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। গ্রিসে আঘাত হানে স্যামোস অঞ্চলে।  

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৪২৯ জন।  

অন্যদিকে গ্রিসের স্যামোস দ্বীপে অল্পবয়সী দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্সের।  

বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। সমুদ্র উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মৃতদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

তুরস্ক জানিয়েছে, ১৭টি বিধ্বস্ত ভবনে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত ৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, পানির তোড়ে রাস্তা দিয়ে বিভিন্ন আসবাবপত্র ভেসে যাচ্ছে। এমনকি গাড়িও ভেসে যেতে দেখা যাচ্ছে।
 
স্যামোস দ্বীপে অন্তত ৪৫ হাজার মানুষের বাস। তাদের সমুদ্র উপকূল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।  

ইজমিরের মেয়রের বরাত দিয়ে সিএনএনের খবরে বলা হয়, ভূমিকম্পে অন্তত ২০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।  

যুক্তরাষ্ট্রের জিওলোজিক্যাল সার্ভে (ইউজিএস) বলছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তুরস্কের ইজমির প্রদেশ। এটি গ্রিসের এথেন্স এবং তুরস্কের ইস্তাম্বুলেও অনুভূত হয়।

এদিকে ভূমিকম্পের পরপরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, গ্রিসের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে তুরস্ক প্রস্তুত।  

তুরস্ক একটি অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। ১৯৯৯ সালের আগস্টে সেখানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ইজমিত শহরে ১৭ হাজার মানুষ মারা যায়। ২০১১ সালের ভূমিকম্পে ভ্যান শহরে মারা যায় কমপক্ষে ৫০০ মানুষ।  

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
এএ/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।