ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপিন্সে টাইফুন ভ্যামকোর আঘাত, নিহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
ফিলিপিন্সে টাইফুন ভ্যামকোর আঘাত, নিহত ৩৯ ...

ফিলিপিন্সে টাইফুন ভ্যামকোর আঘাতে এ পর্যন্ত ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছেন।

তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে দেশটির পুলিশ এবং সেনা সদস্যরা।

স্থানীয় সময় মধ্যরাতে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার নিকটবর্তী মালিনাও উপকূলে আঘাত হানে শক্তিশালী টাইফুন ভ্যামকো।  

উপকূলে আঘাত হানার পর এটি কিছুটা দুর্বল হয়ে বৃহস্পতিবার সকাল নাগাদ রাজধানী ম্যানিলা অতিক্রম করে। টাইফুনের প্রভাবে রাজধানীর নিকটবর্তী মারিকিনা সিটি ও আশাপাশের এলাকায় ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে, দেখা দিয়েছে আকস্মিক বন্যা। কোথাও কোথাও ভূমিধসেরও খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, টাইফুন ভ্যামকোর কারণে এ পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ কয়েক ডজন মানুষের সন্ধানে কাজ করছে পুলিশ এবং সেনা সদস্যরা।  

খবরে বলা হয়, দেশটিতে চলতি বছরে ভ্যামকো ছিল ২১তম এবং সবচেয়ে ভয়ঙ্কর টাইফুন।

দেশটির সেনাপ্রধান গিলবার্ট গাপে বলেন, এ পর্যন্ত ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও ২২ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

এ টাইফুনে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরছাড়া হয়েছেন বহু মানুষ।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।