ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে হামলায় নিহত ৫ প্রতীকী ছবি

নাইজেরিয়ায় এক মসজিদে নামাজের সময় বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এসময় অন্তত ৫ মুসল্লিকে হত্যা এবং আরও ৪০ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।

 অপহৃত মুসল্লিদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) দেশটির পুলিশ এ তথ্য জানায়। খবর আনাদলু এজেন্সির।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশের মারু জেলার দুস্তেন গারি গ্রামের এক মসজিদে মুসল্লিরা শুক্রবারের নামাজ আদায়ে জমায়েত হলে প্রায় একশ’ জন ‘গরু চোর’ মোটরসাইকেলে করে মুসল্লিদের ওপর গুলি ছোড়ে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।