ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারত ও নেপালের সম্পর্ক অত্যন্ত বন্ধুপ্রতিম: শ্রিংলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
ভারত ও নেপালের সম্পর্ক অত্যন্ত বন্ধুপ্রতিম: শ্রিংলা

ভারত ও নেপালের সম্পর্ক অত্যন্ত বন্ধুপ্রতিম এবং এই সম্পর্কের অনেক দৃষ্টান্ত বিদ্যমান আছে বলে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। এছাড়া ভারতের প্রতিবেশি দেশগুলোর মধ্যে নেপালের গুরুত্ব অন্যদের তুলনায় অনেক বেশি বলেও এসময় উল্লেখ করেন তিনি।

সম্প্রতি দুই দিনের কাঠমন্ডু সফরে এশিয়ান ইনস্টিটিউট অব ডিপ্লোমাসি অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে (এআইডিআইএ) বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শ্রিংলা বলেন, আমরা একই ভৌগলিক অবস্থানে একই সভ্যতা, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে বসবাস করি। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক্যও অনেক ভালো। ভারতের উন্নয়ন ও আধুনিকায়নে নেপালের ভূমিকা রয়েছে। ভবিষ্যতে আমাদের সম্পর্ক আরও ভালো হবে বলে আশা করি।

সফরে হর্ষ বর্ধন শ্রিংলা নেপালের পররাষ্ট্র মন্ত্রী প্রদীপ কুমার জ্ঞাওয়ালিসহ দেশটির রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।