ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে নেতাজি সুভাষ জাতীয় ক্রীড়া ইনস্টিটিউটের আয়োজনে রোববার (৬ ডিসেম্বর) থেকে চার দিনব্যাপী ‘খেলো কাশ্মীর’ প্রতিযোগিতা শুরু হয়েছে।
করোনা মহামারীর কারণে সরকারি বিধি মেনে এবারের প্রতিযোগিতায় মাত্র তিনটি খেলা অনুষ্ঠিত হচ্ছে।
দীর্ঘদিন স্টেডিয়ামটি করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকার পর এই প্রতিযোগিতার মধ্য দিয়েই এটি পুনরায় চালু হলো বলে জানিয়েছেন আয়োজক কমিটি। আর স্থানীয়রা বলছেন, এই জাতীয় টুর্নামেন্টগুলো হওয়া দরকার। কারণ এটি তরুণদের উদ্বুদ্ধ করে।
তথ্যসূত্র: দ্য সিঙ্গাপুর পোস্ট
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
এইচএমএস/