ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে তা নিয়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে যুক্তরাজ্য ও ইইউ।
রোববার (১৩ ডিসেম্বর) এক ফোনালাপের পর উভয় পক্ষের শীর্ষ নেতারা এ বিষয়ে সম্মত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।
একটি যৌথ বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন বলেন, এই মুহূর্তে আলোচনা আরও কিছুদিন চালিয়ে যাওয়ার জন্য তারা দায়বদ্ধ।
ফোনালাপে এই দুই নেতা প্রধান অমীমাংসিত বিষয়গুলো নিয়েও আলোচনা করেন।
প্রসঙ্গত, আগামী ১ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করতে যাচ্ছে যুক্তরাজ্য। কিন্তু ব্রেক্সিট-পরবর্তী সময়ে সম্পর্ক কেমন হবে তা নিয়ে এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।
আগামী ১ জানুয়ারি থেকে ব্রেক্সিট কার্যকর হবে। তাই উভয়পক্ষেরই ৩১ ডিসেম্বরের মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি করার একটা বাধ্যবাধকতা রয়েছে।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
এইচএমএস/