ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের মন্ত্রিসভায় রদবদল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
পাকিস্তানের মন্ত্রিসভায় রদবদল

মন্ত্রিসভায় রদবদল ঘটিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির রেলমন্ত্রী শেখ রশিদকে বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন তিনি।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতেন এজাজ শাহ। তার কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে শেখ রশিদকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বর্তমান রেলমন্ত্রী হবেন আজম খান স্বাতী।

শেখ রশিদ তার বিতর্কিত বক্তব্যের জন্য পরিচিত। রেলমন্ত্রী থাকাকালীন ভারতকে তিনি হুমকি দিয়ে বলেছিলেন, পাকিস্তানের ১২৫ থেকে ২৫০ গ্রাম ওজনের ছোট ছোট পারমাণবিক বোমা রয়েছে। এমনকি পাকিস্তান সহজেই এই বোমা দিয়ে ভারতকে টার্গেট করতে পারে।

এছাড়া ২০১৯ সালে শেখ রশিদের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে দুর্নাম করতে গিয়ে মাইক হাতে কারেন্টের শক খান এই মন্ত্রী। তা নিয়ে ট্রলও কম হয়নি সেসময়।

এর আগে ২০১৮ সালে ইমরান সরকার গঠনের সময়ও শেখ রশিদ স্বরাষ্ট্রমন্ত্রীর পদটি পাওয়ার চেষ্টা করেছিলেন।

সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।