মহাশূন্য থেকে পৃথিবীতে ফিরে আসা একটি মহাকাশযানের ক্যাপসুল খোলার পর তার ভেতরে একটি গ্রহাণুর কালো পাথর ও মাটির টুকরো পেয়েছেন বিজ্ঞানীরা।
রাইয়ুগু নামে এই গ্রহাণুর টুকরো সংগ্রহ করে তা একটি ক্যাপসুলে ভরে পৃথিবীতে পাঠিয়েছিল জাপানের মহাকাশ সংস্থা আইএসএএস-র পাঠানো হায়াবুসা-টু মহাকাশযান।
বিজ্ঞানীরা রাইয়ুগু গ্রহাণুটি থেকে এমন বিশুদ্ধ পদার্থ সংগ্রহ করতে চেয়েছিলেন যা মহাশূন্যের বিকিরণ বা অন্যান্য কারণে শত কোটি বছরেও পরিবর্তিত হয়ে যায়নি। তারই অংশ হিসেবে এটি সংগ্রহ করা। এছাড়া মহাশূন্যের গভীর থেকে (ডিপ স্পেস) এই প্রথম বড় পরিমাণে মাটি-পাথর পৃথিবীতে পাঠানো হলো।
জাপানের মহাকাশ সংস্থা জানিয়েছে, ক্যাপসুলের ভেতর থেকে যে গ্যাস সংগ্রহ করা হয়েছে, সেটিও ওই গ্রহাণু থেকে পাওয়া। বিজ্ঞানীরা ক্যাপসুলের এই প্রকোষ্ঠটি পরীক্ষা করে দেখবেন।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এইচএমএস/