বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতে নির্মিত চলচ্চিত্র ‘চিলড্রেন অব ওয়ার’ বা ‘যুদ্ধশিশু’ প্রচারিত হয়েছে গত বুধবার। ২০১৪ সালে নির্মিত এই চলচ্চিত্রটি বিজয় দিবসে ফেসবুকের 'মুক্তি' পেইজে সকলের দেখার সুবিধার্থে প্রচার করা হয়।
ফেসবুক পেইজে ছবিটি সরাসরি সম্প্রচার করা হলেও যারা আগ্রহী তারা এখনো ছবিটি দেখতে পারেন।
প্রখ্যাত পরিচালক মৃত্যুঞ্জয় দেবব্রত পরিচালিত ২০১৩ ২৭ ডিসেম্বর ছবিটি মুক্তি পায়। এতে অভিনয় করেছেন পবন মালহোত্রা, রাইমা সেন, তিলোত্তমা হোম, ইন্দ্রনীল সেনগুপ্ত, ফারুক শেখ, শতঞ্জয় দেবব্রত, ঋদ্ধি সেন, রুচা ইনামদার এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়।
'চিলড্রেন অফ ওয়ার' বা 'যুদ্ধশিশু' চলচ্চিত্রে ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চিত্র তুলে ধরা হয়েছে।
চলচ্চিত্রটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের সৈনিকদের বাংলাদেশি নারীদের ধর্ষণ ও তার প্রতিবাদের গল্প তুলে ধরা হয়েছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাইমা সেন। আর সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
নিউজ ডেস্ক