আফগানিস্তানে অবস্থিত আমেরিকার একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে।
বাগরাম বিমান ঘাঁটিতে ওই হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি কেউ।
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট রকেট হামলার কথা নিশ্চিত করেছে।
হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় পারওয়ান প্রদেশের ওই ঘাঁটিতে শনিবার দিনের শুরুর দিকে পাঁচটি রকেট আঘাত হানে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওয়াহিদা শাহকার এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, একটি ট্রাকে ১২ রকেট প্রস্তুত করা ছিল। তার মধ্যে পাঁচটি ছোঁড়া হয়েছে এবং সাতটি ওই ট্রাকে ছিল। পরে পুলিশ রকেটগুলো নিষ্ক্রিয় করে। পারওয়ান প্রদেশের কালান্দার খেল এলাকায় ট্রাকটি পাওয়া যায়।
ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, বাগরাম বিমানঘাঁটি লক্ষ্য করে শনিবার সকালে রকেট হামলা হয়। এতে কেউ হতাহত হয়নি। বাগরাম বিমানঘাঁটিরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
নিউজ ডেস্ক