ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইমরান সরকারের সমালোচনায় সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
ইমরান সরকারের সমালোচনায় সুপ্রিম কোর্ট

গত দুই মাস ধরে কাউন্সিল অব কমন ইন্টারেস্টস (সিসিআই) এর একটি সভা ডাকতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের সুপ্রিম কোর্ট সোমবার ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেছে।

জিও নিউজ জানিয়েছে, বিচারপতি কাজী ফায়েজ ইসা দুই সদস্যের বেঞ্চের নেতৃত্ব দিয়েছেন।

আদমশুমারিকে দেশ পরিচালনার জন্য একটি মৌলিক প্রয়োজনীয়তা উল্লেখ করে বিচারপতি ইসা বলেন, আদমশুমারির ফলাফল প্রকাশ করা কি সরকারের অগ্রাধিকার নয়? তিনটি প্রদেশে [পিটিআই] সরকার থাকা সত্ত্বেও কাউন্সিলে কোন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।

তিনি বলেন, হয় সরকার দেশ চালাতে সক্ষম নয়, নয়তো সিদ্ধান্ত নিতে অক্ষম।

তিনি আরো প্রশ্ন করেন, কেন সিসিআই রিপোর্ট গোপন রাখা হয়েছে। ভাল কাজ কি গোপন রাখা হয়?

জিও নিউজ জানিয়েছে, দেশটি এভাবে চলবে কিনা জানতে চাইলে বিচারক জোর দিয়ে বলেন, প্রদেশ এবং কেন্দ্র কী করছে তা জাতির জানা প্রয়োজন।

দুই সদস্যের বেঞ্চ পাঞ্জাব স্থানীয় সরকার অধ্যাদেশ প্রবর্তনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে।

তিনি বলেন, পাঞ্জাব সরকার স্থানীয় সংস্থা নির্বাচন করতে চায় না এবং একজন ব্যক্তির অনুরোধে সমগ্র পাঞ্জাব বিধানসভা বাইপাস করা হয়।

এদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল (এএজি) আদালতকে বলেন, ২৪ মার্চ সিসিআই-এর বৈঠক হবে। এটি একটি স্পর্শকাতর বিষয় এবং সরকার ঐকমত্যের মাধ্যমে সিদ্ধান্ত নিতে চায়। সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।