ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পৃথিবী করোনামুক্ত হবে ২০২২ সালে: বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
পৃথিবী করোনামুক্ত হবে ২০২২ সালে: বিল গেটস

২০২২ সালের শেষে পৃথিবী কোভিডের কবলমুক্ত হবে বলে পোল্যান্ডের এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন ধনকুবের বিল গেটস।  

তিনি বলেছেন, আমরা এখন এক অবিশ্বাস্য ট্র্যাজেডির মধ্যে রয়েছি।

এই সময় একমাত্র আনন্দের খবর হলো, ভ্যাকসিন এসে গেছে।

বিশ্বের অন্যতম সফল ও ধনী ব্যবসায়ী, সমাজসেবী এবং মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস অনেক দিন ধরেই চলমান মহামারি ও জলবায়ুর পরিবর্তন নিয়ে সরব হয়েছেন। তিনি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে ভ্যাকসিনের গবেষণায় দিয়েছেন ১৭৫ কোটি ডলার।  

বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ৫৯১ জন। মারা গেছেন ২৭ লাখ ৫৮ হাজার ৭৩৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার ১৪০ জন। আক্রান্তের সংখ্যার বিচারে আমেরিকা ও ব্রাজিলের পরেই আছে ভারত।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।