ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৪২ বছর পর সেন্ট ভিনসেন্ট দ্বীপে আগ্নেয়গিরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
৪২ বছর পর সেন্ট ভিনসেন্ট দ্বীপে আগ্নেয়গিরি

ক্যারিবিয়ানের দ্বীপরাষ্ট্র সেন্ট ভিনসেন্টে ৪২ বছর পর ফের ভয়ংকরভাবে জেগে উঠেছে আগ্নেয়গিরি। আকাশে অনেক দূর পর্যন্ত উঠে যায় ধোঁয়া।

চারপাশে ছড়িয়ে পড়ে ছাই।

শুক্রবার (৯ এপ্রিল) রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ আগ্নেয়গিরির বিষয়ে জানানো হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ এপ্রিল) জাগ্রত এ আগ্নেয়গিরির প্রভাবে কালো ধোঁয়ায় অন্ধকার নেমে এসেছে আশপাশের এলাকায়। এরপর দ্বীপের প্রধানমন্ত্রী র‌্যাল্ফ গনসাল্ভস তথাকথিত ‌‘রেডজোন’ থেকে ১৬ হাজারেরও বেশি বাসিন্দাকে জরুরিভাবে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এর আগে সর্বশেষ ১৯৭৯ সালে সেন্ট ভিনসেন্টে আগ্নেয়গিরি বিস্ফোরণ হয়। তারও অনেক আগে ১৯০২ সালে এক আগ্নেয়গিরি বিস্ফোরণে এখানে এক হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।

বাংলাদেশ সময়: ০৬৪৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।