ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভয়ংকর ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
ভয়ংকর ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূল

ভয়ংকর ঝড় আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় উপকূলে। এ ঘটনায় অন্তত দুই জনের প্রাণহানি এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এছাড়া ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো এলাকা। খবর আলজাজিরার।

জানা গেছে, উপসাগরীয় উপকূল সংলগ্ন ফ্লোরিডা, মিসিসিপি, আলাবামা ও লুইজিয়ানার লাখ লাখ মানুষ ঝড়ের তাণ্ডবের শিকার হয়েছেন। সেইন্ট ল্যান্ড্রি পারিশ এলাকায় ভয়ংকর ঝড়ের আঘাতে এক ব্যক্তি মারা গেছেন এবং অন্তত সাত জন আহত হয়েছেন।

এদিকে, ঝড়ের কবলে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ পুরো যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ভয়ংকর এই ঝড়ের আঘাতে গাছপালা ও বাড়িঘর ভেঙে তছনছ করে দিয়েছে উপসাগরীয় উপকূল সংলগ্ন ফ্লোরিডা, মিসিসিপি, আলাবামা ও লুইজিয়ানা।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।