ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১ম ব্যাচে ৬০ মাত্রায় সমৃদ্ধকরণ ইউরেনিয়াম উৎপাদন ইরানের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
১ম ব্যাচে ৬০ মাত্রায় সমৃদ্ধকরণ ইউরেনিয়াম উৎপাদন ইরানের

ঢাকা: ৬০ মাত্রায় সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের প্রথম ব্যাচের উৎপাদন সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা।

ইরানের মধ্যাঞ্চলীয় নাতাঞ্জ শহরে অবস্থিত পরমাণু স্থাপনায় এটা করা হয়েছে।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি এ প্রসঙ্গে বলেন, ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পর এখন একথা পরিষ্কার হয়েছে, যেকোনো মাত্রায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম।

আকবর সালেহি বলেন, নাতাঞ্জ পরমাণুকেন্দ্রে অন্তর্ঘাতমূলক হামলার পরও উৎপাদন অব্যাহত রয়েছে।

আলী আকবর সালেহি জানান, মাত্র দু’দিনে ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্ভব হয়েছে এবং প্রতি ঘণ্টায় এখন ৬০ মাত্রায় নয় গ্রাম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা যাচ্ছে।

এর আগে নাতাঞ্জ পরমাণু স্থাপনায় হামলার পর ইরান ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দেয় এবং প্রথম ব্যাচ উৎপাদনের মধ্যদিয়ে সেই ঘোষণার সফল বাস্তবায়ন ঘটায় তারা।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।