ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে একদিনে রেকর্ড ২ লাখ ৭৩ হাজার করোনা শনাক্ত, মৃত্যু ১৬১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
ভারতে একদিনে রেকর্ড ২ লাখ ৭৩ হাজার করোনা শনাক্ত, মৃত্যু ১৬১৯ ...

ভারতে করোনা পরিস্থিতি দিনকে দিন ভয়াবহ হয়ে ওঠছে। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে একদিনে রেকর্ড ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন রোগী শনাক্ত হয়েছে।

এতে মৃত্যু হয়েছে ১৬১৯ জনের।

সোমবার (১৯ এপ্রিল) হিন্দুস্তান টাইমস এসব তথ্য জানায়।

খবরে বলা হয়, গত ৫ দিন ধরে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লাখের গণ্ডি পেরিয়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৬১৯ জনের।

ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৯১৯। বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ২৯ হাজার ৩২৯। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৮২১ জন।

এর আগে রোববার (১৮ এপ্রিল) ভারতে সংক্রমিত হয়েছিলেন ২ লাখ ৬১ হাজার ৫০০ জন।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।