ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সামরিক বাহিনীর সমালোচক সাংবাদিক গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
পাকিস্তানে সামরিক বাহিনীর সমালোচক সাংবাদিক গুলিবিদ্ধ

পাকিস্তানের শক্তিশালী সামরিক প্রতিষ্ঠানের সমালোচনাকারী এক প্রবীণ সাংবাদিককে গুলি করা হয়েছে। মঙ্গলবার নিজের বাড়ির কাছে তিনি গুলিবিদ্ধ হোন।

তবে তিনি প্রাণে বেঁচে গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এ ঘটনায় পাকিস্তানের সাংবাদিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, যা দেশটির শাসক দলের সামরিক বাহিনী এবং তার মিত্রদের চাপের মুখে ফেলেছে।  

গুলিবিদ্ধ সাংবাদিকের নাম আবসার আলম, যিনি দেশটির ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইসলামাবাদে নিজের বাসভবনের কাছে একটি পার্কে সন্ধ্যায় হাঁটার সময় তিনি গুলিবিদ্ধ হন। কর্মকর্তারা জানিয়েছেন, আলমের অবস্থা স্থিতিশীল।

এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। দেশটির অভ্যন্তরীণ মন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছেন, তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন।  

তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ ঘটনাকে হত্যাচেষ্টা বলে অভিহিত করে নিন্দা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।