ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বোমা হামলার ঘটনায় শ্রীলঙ্কার সাবেক মন্ত্রী ভাইসহ গ্রেফতার 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
বোমা হামলার ঘটনায় শ্রীলঙ্কার সাবেক মন্ত্রী ভাইসহ গ্রেফতার 

শ্রীলঙ্কার সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিশাদ বাথিউদিন এবং ভাই রিয়াদকে গ্রেফতার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের বিরুদ্ধে ২০১৯ সালের এপ্রিলের ভয়াবহ বোমা হামলার জন্য দায়ী সন্ত্রাসীদের সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

পুলিশের মুখপাত্র অজিত রোহানা শনিবার এ কথা জানান।

বাথিউদিন গ্রেফতার হওয়ার আগে ওইদিন সকালে টুইট করে জানান, সিআইডি তার বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল এবং তাকে কোনো অভিযোগ ছাড়াই গ্রেফতার করতে চেয়েছিল।

রোহানা বলেন, ২০১৯ সালের ২১ এপ্রিলের হামলার জন্য দায়ী আত্মঘাতী বোমা হামলাকারীদের সহায়তা ও প্ররোচনা দেওয়ার অভিযোগে সিআইডি তাদের গ্রেফতার করেছে।

২০১৯ সালের ২১ এপ্রিল  শ্রীলঙ্কায় বেশ কয়েকটি বোমা হামলা হয়, যার ফলে ৪০ জন বিদেশিসহ ২৫০ জনেরও বেশি লোক নিহত হয়।  

ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে। ওই বোমা হামলার ঘটনায় ১০০ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।