ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অভিনন্দন মমতা দিদি, টুইটে মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, মে ২, ২০২১
অভিনন্দন মমতা দিদি, টুইটে মোদী

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই হার মেনে তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রোববার (২ মে) রাতে ইক টুইট বার্তায় মোদী লেখেন, পশ্চিমবঙ্গে জয়ের জন্য আপনাকে অভিনন্দন মমতা দিদি।

কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে জনগণের আকাঙ্ক্ষা ও কোভিড-১৯ মহামারি কাটিয়ে উঠতে সম্ভাব্য সব সহযোগিতা অব্যাহত রাখবে।  

অপর এক টুইটে মোদী পশ্চিমবঙ্গের সব বিজেপি সমর্থকদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানান। রাজ্যে ভোট বাড়ায় আনন্দ প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে কেন্দ্র সরকারের সব সহযোগিতার কথাও বলেন মোদী।

রোববার (০২ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, পশ্চিমবঙ্গে ২৯২ আসনের মমতার তৃণমূল ২১৫ আসনে এগিয়ে আছে। বিজেপি এগিয়ে আছে ৭৬ আসনে। রাজ্যে বামেরা কোনো আসন পাচ্ছে না।

আরো পড়ুন>>
**হারের ক্ষোভ বিজেপি শিবিরে, মোদী-অমিত শাহর দিকে আঙুল
**লজ্জাজনক হারের পথে অভিনেত্রী শ্রাবন্তী
**বিজেপির প্রার্থী অভিনেত্রী পায়েল সরকারও হেরেছেন
**দিদির মুখে হাসি ফোটাতে পেরে খুশি লাভলি মৈত্র
**দিদির মুখে হাসি ফোটাতে পেরে খুশি লাভলি মৈত্র
**তৃণমূলের হয়ে চিরঞ্জিত চক্রবর্তীর হ্যাট্রিক বিজয়
**হেরে গেলেন রুদ্রনীল ঘোষ
**প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই জিতলেন অদিতি মুন্সি
**বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতার বড় শক্তি: কঙ্গনা
**তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ পরাজিত
**বাঙালি প্রমাণ করল, আমাদের কেনা যায় না: নচিকেতা

**নিরঙ্কুশ জয়ের পথে মমতার তৃণমূল
**
নন্দীগ্রামে শেষ রাউন্ডের ভোট গণনা শুরু, ৬০০ ভোটে এগিয়ে মমতা
নন্দীগ্রামে ৬ ভোটে পিছিয়ে মমতা
নন্দীগ্রামে ফের পিছিয়ে গেলেন মমতা
সব ঠিক থাকলে মমতাই ফের ক্ষমতায়
নন্দীগ্রামে ৩৩২৭ ভোটে এগিয়ে মমতা
নবম রাউন্ডেও এগিয়ে তৃণমূল, সমর্থকদের উল্লাস
তৃণমূল এগিয়ে, নন্দীগ্রামে পিছিয়ে মমতা
তৃতীয় রাউন্ডের গণনা শেষে এগিয়ে তৃণমূল
পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূল, খোলা হয়নি ইভিএম


বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মে ০২, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।