ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে করোনায় প্রতি ঘণ্টায় ১৫০ মৃত্যুর বিশ্বরেকর্ড!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মে ৭, ২০২১
ভারতে করোনায় প্রতি ঘণ্টায় ১৫০ মৃত্যুর বিশ্বরেকর্ড!

করোনাকালীন যে কোনো টানা ১০ দিনের হিসাবে প্রতি ঘণ্টায় করোনায় ১৫০ জনের মৃত্যুর বিশ্বরেকর্ড গড়েছে ভারত। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে এর আগে দিনে তিন বা চার হাজারের বেশি মানুষ মারা গেলেও।

টানা ১০ দিনের হিসাবে এগিয়ে ভারত।

শুক্রবার (৭ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া।

গত ১০ দিনে প্রতিদিন তিন হাজারের বেশি মৃত্যু দেখেছে ভারত। এই সময়ে মারা গেছে মোট ৩৬ হাজার ১১০ জন। যা গড়ে প্রতি ঘণ্টায় ১৫০ জন।

এর আগে টানা ১০ দিনে যুক্তরাষ্ট্রে ৩৪ হাজার ৭৯৮ জন ও ব্রাজিলে ৩২ হাজার ৬৯২ জনের মৃত্যুর রেকর্ড ছিল।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন।  এই সময়ে মৃত্যু হয়েছে আরো ৩ হাজার ৯শ ১৫ জনের।  

গত ২৪ ঘণ্টায় ১৩টি রাজ্যে একশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে মারা গেছে প্রায় ৮৫৩ জন। দিল্লি ও কর্নাটকে মৃত্যু হয়েছে ৩শ বেশি মানুষের।

ভারতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগী ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জন। আর মোট মৃত্যু ২ লাখ ৩৪ হাজার ৮৩ জন। সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে যথারীতি শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এ রাজ্যেই মোট আক্রান্ত প্রায় ৫০ লাখ। আর মৃত্যু হয়েছে সাড়ে ৭৩ হাজার মানুষের।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, মে ০৭, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।