ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে করোনায় আরো ৪১২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, মে ১৩, ২০২১
ভারতে করোনায় আরো ৪১২০ জনের মৃত্যু

ভারতে প্রতিদিন করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। মাঝে দু’একদিন সামান্য কমলেও সেটা অতি নগণ্য।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৬২ হাজার ৭২৭। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১২০ জনের। যা গতদিনের চেয়ে সামান্য কম।

বৃহস্পতিবার (১৩ মে) এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।

আক্রান্তের সংখ্যা ক্রমশ কমতে থাকায় কিছুটা হলেও আশার আলো দেখেছিলো ভারত। কিন্তু দু’দিন পরেই তার চিত্র ভিন্ন। তবে বিভিন্ন রাজ্যে লকডাউন, স্বাস্থ্যবিধি পালন, নতুন গাইডলাইন জারি করার  ফলেও আক্রান্তের সংখ্যা ৪ লাখের নিচে নেমেছিল বলে ধারণা করা হচ্ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৫২  হাজার ১২১ জন। মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২ কোটি ৩৭ লাখ  ০৩ হাজার ৬৬৫। করোনা মুক্ত হয়েছেন ১ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৮২৩। মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩১৭-তে। এখনও পর্যন্ত সক্রিয় রোগী রয়েছেন ৩৭ লাখ ১০ হাজার ৫২৫ জন।

এরই মধ্যে মোট ভ্যাকসিন পেয়েছেন ১৭ কোটি ৭২ লাখ ১৪ হাজার ২৫৬ জন মানুষ।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মে ১৩, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।