ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মে ১৪, ২০২১
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৪ মে) আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬।

তবে এ ঘটনায় কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য নেই।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসাইন্স (জিএফজেড) ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। রয়টার্স, ইন্ডিয়া টুডেসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানায় জিএফজেড এর বরাতে।

জানা যায়, ১০ কিলোমিটর গভীর এলাকা থেকে উৎপত্তি হয়েছে এই ভূমিকম্পের। তবে এতে এখন পর্যন্ত সুনামি বা জলোচ্ছ্বাস প্রবণতা দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মে ১৪, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।