ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে করোনায় মৃতের দেহ নদীতে ফেলার ভিডিও ভাইরাল!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, মে ৩০, ২০২১
ভারতে করোনায় মৃতের দেহ নদীতে ফেলার ভিডিও ভাইরাল!

ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে গঙ্গায় কোভিড মৃতের দেহ ভেসে যাওয়ার দৃশ্য ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ঘটনা নিয়ে জোর বিতর্ক তৈরি হয় গোটা দেশজুড়ে।

এবার তার চেয়েও ভয়াবহ ছবি ধরা পড়লো যোগীরাজ্যে। নদীতে ছুড়ে ফেলা হচ্ছে এক কোভিডে মৃতের দেহ।

গত শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বলরামপুর জেলায়। প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যায়, সেতু থেকে রাপ্তী নদীতে একটি মরদেহ ছুড়ে ফেলছেন দুই ব্যক্তি। তাদের মধ্যে একজন পিপিই কিট পরিহিত। ওই সেতু দিয়ে যাওয়ার সময়ে দুই ব্যক্তি গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন। তার পরই ওই ভিডিও প্রকাশ্যে আসে।

খবর আনন্দবাজার পত্রিকার।

দেহটি যে কোভিড আক্রান্তেরই, তা পরে নিশ্চিত করেন বলরামপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক। যারা ওই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের মধ্যে একজন মৃতের পরিবারের সদস্য। প্রাথমিক তদন্তে জানা যায়, ২৫ মে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ওই করোনারোগীকে। গত ২৮ মে তার মৃত্যু হয়। অভিযুক্ত পরিবারের সদস্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, জানান মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিবি সিংহ।

মাস খানেক আগেই উত্তরপ্রদেশ ও বিহারে গঙ্গা থেকে বহু কোভিডে মৃতের দেহ উদ্ধার হয়েছিল। বক্সারে গঙ্গার পার থেকে ৭১টি দেহ মিলেছিল। বিষয়টি নিয়ে বিতর্ক হতেই কেন্দ্রের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছিল সেই সব রাজ্যগুলিকে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ৩০, ২০২১
এএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।