ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২৮ আরোহী নিয়ে রাশিয়ার প্লেন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জুলাই ৬, ২০২১
২৮ আরোহী নিয়ে রাশিয়ার প্লেন নিখোঁজ

রাশিয়ায় যাত্রীবাহী একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। এতে ২৮ জন আরোহী ছিলেন।

ওড়ার কিছুক্ষণ পর প্লেনটির সঙ্গে কন্ট্রোলরুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ খবর দিয়েছে।  

সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স, রিয়া নোভস্তি এবং তাস স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, এএন-২৬ ফ্লাইটটি পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে পালানা যাচ্ছিল।  

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইটে থাকা ২৮ জনের মধ্যে ছয় জন ক্রু সদস্য ছিলেন এবং যাত্রীদের মধ্যে একটি বা দুটি শিশু ছিল।

কেন ফ্লাইটটি সংযোগ বিচ্ছিন্ন হয়েছে তা নিয়ে পরস্পর বিরোধী সংবাদ পাওয়া গেছে। একটি সূত্র সংবাদসংস্থা তাসকে বলেছে, উড়োজাহাজটি সমুদ্রে বিধ্বস্ত হতে পারে এবং আরেকটি সূত্র ইন্টারফ্যাক্সকে বলেছে, এটি পালানা শহরের কাছাকাছি একটি কয়লা খনির কাছে নেমে যেতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে দুটি হেলিকপ্টার নিয়ে অনুসন্ধান শুরু করা হয়েছে এবং উদ্ধারকর্মীরা প্রস্তুত রয়েছেন।

রাশিয়া একসময় প্লেন দুর্ঘটনার জন্য কুখ্যাত ছিল। তবে সাম্প্রতিক বছরগুলিতে দেশটি এ বিষয়ে ব্যাপক উন্নতি করেছে।  

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুলাই ০৬, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।