ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে 

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। গত একদিনে আক্রান্ত হয়েছেন আরও ৫ লাখ ৬৮ হাজার ৪৩৩ জন।

একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ৯ হাজার ৬ জনের।

রোববার (০৮ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে মোট করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ২৯ লাখ ৫৩ হাজার ১৩৭ জনের। মৃত্যু হয়েছে ৪২ লাখ ৯৯ হাজার ২৬৮ জনের।

প্রাণঘাতী ভাইরাসটি থেকে সেরে উঠেছেন ১৮ কোটি ২২ লাখের বেশি মানুষ। এখনও করোনার সঙ্গে যুদ্ধ করছেন এক কোটি ৬৩ লাখের বেশি।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ১৮ হাজারের বেশি মানুষের শরীরে। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৩২ হাজার ৯৮৭ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৩৩ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ২৭ হাজার ৮৯২ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১ লাখ ৫১ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৩ হাজার ৮২ জনের।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।