ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩, আহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩, আহত ৫০

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে যাত্রীবাহী অ্যামট্রাক ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত হয়েছেন।

রোববার (২৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে জোপলিন শহরের কাছে ট্রেনের পাঁচটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

এএফপি জানিয়েছে, ট্রেনটি ১৪৭ জন যাত্রী ও ১৩ জন ক্রু নিয়ে শিকাগো থেকে সিয়াটলের দিকে যাচ্ছিল। মন্টানার দুর্যোগ ও জরুরি সহায়তা বিভাগ দুর্ঘটনায় ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে।

অন্যদিকে, সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে, দুর্ঘটনার পর রাস্তার পাশে অনেক যাত্রী দাঁড়িয়ে ছিলেন। লাইনচ্যুত হওয়ার পরপরই ভেতরে আটকে থাকা যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে আনা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যামট্রাক এক বিবৃতিতে বলেছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধারকাজ পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ বের করা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।