ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রুয়ান্ডার ৮ লাখ মানুষ হত্যার মূল হোতার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
রুয়ান্ডার ৮ লাখ মানুষ হত্যার মূল হোতার মৃত্যু

মাত্র ১০০ দিনে ৮ লাখ মানুষ হত্যার মূল হোতা থিওনেস্টে বাগোসোরা কারাগারে মারা গেছেন। মধ্য আফ্রিকার দেশ রুয়ান্ডায় ১৯৯৪ সালে ওই গণহত্যা চালানো হয়েছিল।

শনিবার দেশটির কর্মকর্তারা জানান, মালির একটি কারাগারে তার মৃত্যু হয়েছে।

মানবতাবিরোধী অপরাধে তৎকালীন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইবুনাল ফর রুয়ান্ডা (আইসিটিআর) বাগোসোরাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল। পরে শাস্তি কমিয়ে ৩৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মালির এক কারা কর্মকর্তা জানান, তার বয়স ৮০ বছরের বেশি। গুরুতর অসুস্থ ছিলেন। বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। আজ কারা ক্লিনিকে তার মৃত্যু হয়েছে।

গণহত্যার সময় বাগোসোরা রুয়ান্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।  

যে ৮ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল, তাদের বেশির ভাগই ছিল তুতসি জাতিগোষ্ঠীর সদস্য।

১৯৯৪ সালের ৬ এপ্রিল রুয়ান্ডার তৎকালীন প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানাকে বহনকারী উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করা হয়। এতে উড়োজাহাজে থাকা সব আরোহী নিহত হন। এই ঘটনার জেরে রুয়ান্ডায় গণহত্যা শুরু হয়।

গণহত্যার ঘটনার দুই বছর পর ক্যামেরুনে গ্রেপ্তার হন বাগোসোরা। সেখানে তিনি পালিয়ে গিয়েছিলেন।

গণহত্যার জন্য বাগোসোরাসহ ৯৩ জনের বিচার করা হয়। বিচারে বাগোসোরাকে ‘মূল হোতা’ হিসেবে দোষী সাব্যস্ত করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।