ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রিসে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১, আহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
গ্রিসে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১, আহত ৯ গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের আঘাত। ছবি: রয়টার্স

গ্রিসের ক্রিট দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৬ মাত্রার এই ভূমিকম্পে একজনের মৃত্যু ও অন্তত ৯ জন আহত হয়েছেন।

 

সোমবার (২৭ সেপ্টেম্বর) গ্রিসের স্থানীয় সময় সকাল ৯টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এ তথ্য জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।  

জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্রিট দ্বীপের হেরাক্লিয়ন শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৮ দশমিক ৭ কিলোমিটার গভীরে। এর প্রভাবে বুলগেরিয়া, তুরস্ক, মিশর, ইতালি, লিবিয়া এবং উত্তর মেসিডোনিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।