ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ৯ মাসে ৯৯ বাঘের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
ভারতে ৯ মাসে ৯৯ বাঘের মৃত্যু

ভারতে চলতি বছরের প্রথম ৯ মাসে ৯৯টি বাঘ মারা গেছে। চলতি বছরের শেষের দিকে মৃত বাঘের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের (এনটিসিএ)।

গত এক দশকের মধ্যে বাঘ মৃত্যুর এই হার সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলে ধারণা ভারতের বিশেষজ্ঞদের।  

শুক্রবার (১ অক্টোবর) এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।  

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এনটিসিএর বরাত দিয়ে বলা হয়েছে, চলতি বছরের প্রথম থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত (৯ মাসে) দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ৯৯টি বাঘের মৃত্যু হয়েছে।

জানা গেছে, ভারতের মধ্যপ্রদেশের ৫২৬টি বাঘের মধ্যে কানহা, বান্ধবগড়, পেঞ্চ, সূত্রাপুর, পান্নায় মারা গেছে ৩২টি। গত ৯ মাসে মহারাষ্ট্রে ২০টি এবং কর্ণাটকে ১৫টি বাঘ মারা গেছে। এর বাইরে কয়েকটি এলাকায় বাঘের মৃত্যু হয়েছে।

২০১৮ সালে ভারতে দুই হাজার ৯শ ৬৭টি বাঘের উপস্থিতি রেকর্ড করা হয়।  ২০২১ সালের আরও যে সময় বাকি রয়েছে, সেই সময়েও কিছু বাঘের প্রাণহানি ঘটার শঙ্কা রয়েছে। আর সেটা ঘটলে গত এক দশকে বাঘ মৃত্যুর যে হার, সেই রেকর্ড ভেঙে যাবে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।