ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ত্রোপচারে নারীর কান্না, দিতে হলো বাড়তি ফি 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
অস্ত্রোপচারে নারীর কান্না, দিতে হলো বাড়তি ফি 

অস্ত্রোপচারের সময় কান্না করেছিলেন এক নারী। এ কারণে বাড়তি ফি নির্ধারণ করে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের সেই বিলের ছবি সংবলিত একটি টুইট এখন ভাইরাল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই নারীর নাম মিডজ। তিনি যুক্তরাষ্ট্রের বাসিন্দা। অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরের একটি তিল অপসারণ করা হয়। অস্ত্রোপচারের সময় তিনি সামান্ন কান্নাকাটি করেন।  

চিকিৎসক ও অস্ত্রোপচার বিলের পাশাপাশি কান্নার ‘হালকা অনুভূতি’ প্রদর্শন করায় বাড়তি ১১ ডলার (৯৪২ টাকা) অন্তর্ভুক্ত করা হয়। সেই বিলের একটি ছবি টুইটারে শেয়ার করেছেন ওই নারী।  

কান্নার জন্য বিল নির্ধারণ করায় এটিকে ‘অযৌক্তিক এবং হাস্যকর’ বলে অনেকেই টুইটারে মন্তব্য করেছেন।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা নিয়েও অনেকে সমালোচনা করেছেন। একজন লিখেছেন, যুক্তরাষ্ট্রে এ কেমন স্বাস্থ্যসেবা! ট্রমায় থাকার জন্য আমাকেও বিল দিতে হয়েছিল।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।