ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

মাইক্রো ব্লগিং সাইট টুইটারের অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে আবেদন করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

গত জানুয়ারিতে মার্কিন নির্বাচনের সময় ভুল তথ্য ও উস্কানি ছড়ানোর অভিযোগে টুইটার তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।

 

জানা গেছে, টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে আবেদন করেছেন ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স, সিএনএন।  

তিনি আবেদনে বিচারককে টুইটারের ওপর চাপ সৃষ্টির অনুরোধ জানিয়েছেন।  

টুইটার কর্তৃপক্ষ এখন পর্যন্ত ট্রাম্পের আবেদনের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

মার্কিন নির্বাচনের সময় ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলা ও সহিংসতায় সমর্থকদের উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। তার জেরে গত জানুয়ারিতেই ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হন ট্রাম্প।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।