ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় অপহৃত ১৮৭ জনকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
নাইজেরিয়ায় অপহৃত ১৮৭ জনকে উদ্ধার

নাইজেরিয়ায় অপহরণের শিকার ১৮৭ জনকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে অপরাধী চক্রের শিবির থেকে তাদের উদ্ধার করা হয়।

স্থানীয় পুলিশের বরাতে শুক্রবার (৮ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

স্থানীয়ভাবে দস্যু হিসেবে পরিচিত সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলো উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ায় বহু বছর ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন গ্রামে অভিযান, লুটপাট এবং মুক্তিপণের জন্য অপহরণ।  

জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু বলেন, কয়েক সপ্তাহ বন্দি থাকার পর বৃহস্পতিবার ভুক্তভোগীদের উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

উল্লেখ্য, দেশটির জামফারা, কাটসিনা, সোকোটো এবং কাদুনা রাজ্যের গভীর জঙ্গলে গোপনে শিবির স্থাপন করেছে অপরাধী চক্রগুলো। সেখানে গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। যাদের অধিকাংশই মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।