ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউরোপে বড় সমস্যা ইসলামোফোবিয়া

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
ইউরোপে বড় সমস্যা ইসলামোফোবিয়া অ্যাঙ্গেলা মেরকেল ও রজব তাইয়েপ এরদোগান

বর্ণবাদ, ইসলামোফোবিয়া, বিদেশিদের প্রতি আতঙ্ক ও বৈষম্য এখনো ইউরোপে বড় সমস্যা বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান।  

আল-জাজিরা ও টিআরটি ওয়ার্ল্ড’র প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৬ অক্টোবর) তুরস্কে সফররত জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন এরদোগান।

ইস্তাম্বুলের দোলমাবাহচে প্যালেসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

এরদোগান বলেন, ইউরোপে অবস্থান করা তুর্কি জনগোষ্ঠী এই বৈষম্যমূলক আচরণের শিকার হয়ে আসছেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, সিরিয়া থেকে অনিয়মিত অভিবাসন বন্ধ করা থেকে শুরু করে উত্তর সিরিয়ায় মানবিক সাহায্য পৌঁছানোসহ বিভিন্ন বিষয়েই উদ্যোগ গ্রহণ ও দায়িত্ব নেওয়া থেকে পিছিয়ে থাকেননি মেরকেল। তুরস্কের সঙ্গে সম্পর্ক রক্ষায় মেরকেলের ‘বিশ্বাস ও অবদান’ তুরস্ক মনে রাখবে।

সংবাদ সম্মেলনে অ্যাঙ্গেলা মেরকেল বলেন, অনিয়মিত অভিবাসনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের প্রতি অব্যাহত সমর্থন দিয়ে যাবে। আমরা মানব পাচার বন্ধ করতে চাই। এই প্রয়োজনীয়তায় ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে সহায়তা দেবে।

জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল শেষ সফরে তুরস্কের ইস্তাম্বুলে যান শনিবার। ইস্তাম্বুলে প্রেসিডেন্টের বাসভবন হুবের ম্যানশনে তিনি এরদোগানের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।