ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিতর্কিত গালওয়ান উপত্যকায় পতাকা ওড়ালো চীন, অস্বীকার ভারতের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
বিতর্কিত গালওয়ান উপত্যকায় পতাকা ওড়ালো চীন, অস্বীকার ভারতের

ভারত-চীন সীমান্তের গালওয়ান উপত্যকায় জাতীয় পতাকা উড়িয়েছে চীন। দেশটির সরকারি একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এ নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে।

তবে ভারতের সেনাবাহিনী বিষয়টি অস্বীকার করে বলেছে, যে এলাকায় চীনের পতাকা ওড়ানো হয়েছে, তা বিতর্কিত এলাকা থেকে অনেক দূরে।

পতাকা ওড়ানোর ভিডিও আপলোড করে চীনের ওই অ্যাকাউন্টে লেখা হয়েছে, ২০২২ নববর্ষে গালওয়ন উপত্যকায় চীনের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এটি বিশেষ, কারণ এই পতাকা তোলা হয়েছিল তিয়েনানমেন স্কোয়ারে।

ভিডিওতে দেখা যায়, আংশিক বরফে ঢাকা পাহাড়ি এলাকায় কয়েকজন চীনা সেনা পতাকা মেলে উঁচু করে ধরে আছেন। সামনে শ’ খানেক সশস্ত্র সেনা জাতীয় সংগীত গাইছেন।  

২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন চীন ও ভারতের সেনারা। এরপর দুই পক্ষ বৈঠকে বসে সেখান থেকে উভয় দেশের সেনা সরিয়ে নেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।