ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউইয়র্কে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১৯

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
নিউইয়র্কে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১৯

ঢাকা: নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের একটি ১৯ তলা ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩ জন।

স্থানীয় সময় রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নয়জন শিশু রয়েছে।  

জানা যায়, নিউইয়র্ক সিটির ৩৩৩ পূর্ব ১৮১ নম্বর সড়কের ভবনটির দ্বিতীয় এবং তৃতীয় তলার একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন ফায়ার সার্ভিসের প্রায় ২০০ সদস্য।

নিউইয়র্ক সিটি ফায়ার সার্ভিসের কমিশনার ড্যানিয়েল নিগ্রো বলেছেন, অগ্নিকাণ্ডে ৩২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানান, এটি নিউইয়র্ক সিটির জন্য একটি ভয়াবহ ও বেদনাদায়ক মুহূর্ত। এই আগুনের প্রভাব আমাদের বেদনা এবং হতাশা ডেনে আনবে।

বাংলাদেশ সময়: ০৮১১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।