ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনা পরীক্ষা ফ্রি, বিনা পয়সায় মাস্ক 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
যুক্তরাষ্ট্রে করোনা পরীক্ষা ফ্রি, বিনা পয়সায় মাস্ক  প্রতীকী ছবি

করোনা ভাইরাস সংক্রমণ নতুন করে ছড়াচ্ছে যুক্তরাষ্ট্রে। অঙ্গরাজ্যগুলোর হাসপাতালে খালি নেই বেড, দেখা দিয়েছে চিকিৎসক ও চিকিৎসাকর্মীর সঙ্কট।

 

ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট জো বাইডেন বেশ কিছু ঘোষণা দিয়েছেন।  

জো বাইডেন জানিয়েছেন, করোনা মোকাবিলায় এবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হাসপাতালগুলোতে সাহায্য করবে। ১ হাজার সেনা চিকিৎসক ও চিকিৎসাকর্মীকে বিভিন্ন অঙ্গরাজ্যে পাঠানো হবে।  

এছাড়া যুক্তরাষ্ট্রের মানুষদের বিনা পয়সায় ভালো মানের মাস্ক দেবে বাইডেন সরকার। করোনা পরীক্ষা করার জন্যও তাদের কোনো অর্থ দিতে হবে না।

বাইডেন বলেন, ‘আমি জানি, নতুন বছরের শুরুতে আমরা সবাই হতাশ। তবে মনে রাখতে হবে, যারা টিকা নেননি, এবার তারাই বেশি করে আক্রান্ত হচ্ছেন। ’ 

উল্লেখ্য, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৬২ শতাংশ মানুষ টিকা নিয়েছেন। বাকিরা নেননি। বারবার অনুরোধ করেও তাদের টিকা দেওয়াতে পারেনি প্রশাসন।  

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।